শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
স্বরূপকাঠিতে পন্যের মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মুল্য না থাকা ও মুল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোর্ত্তীন ওষুধ বিক্রির দায়ে নয় ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক সুমি রানী মিত্র ও পিরোজপুরের সহকারি পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া ওই অভিযান পরিচালনা করেন।
বরিশাল ১০ এপিবিএন এর সহায়তায় পৌর শহরের জগন্নাথকাঠি বন্দরে ওই আভিযানে সুবর্না ষ্টোর,স্বজন এন্টারপ্রাইজ,মাহবুব ষ্টোর,মোজাম্মেল স্টোর,ব্যাগ হাউস,রোহান কসমেটিকস,ঘোষ মিষ্টান্ন ভান্ডার,হালিম ফার্মেসী ও রাজিয়া ফার্মেসীকে ওই জরিমানা করা হয়।
এ সময় সেনিটারী ইন্সেপক্টর গাজী মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।