শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় ।
গতকাল সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সকাল ১১ টায় উপজেলার পূর্ব ভান্ডারিয়া মীরাবাড়ি এবং ভান্ডারিয়া বন্দরে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ সোয়াইব মিয়া। এসময় বিক্রিত পন্যের যথাযথ মোড়ক, মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রি, উৎপাদন তারিখ, বিক্রয় মূল্য না থাকা
৭টি প্রতিষ্ঠানেক ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আব্দুল হালিম ও ভান্ডারিয়া থানা পুলিশের একটি দল।