শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
মাদারীপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে জুতাপেটা ও দুই লাখ টাকা জরিমানা করে মীমাংসা করার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে সদর মডেল থানায় ওই কিশোরীর মা বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকতার হাওলাদার, স্থানীয় মাতবর মোয়াজ্জেম আকন, রকমান আকন, মান্নান আকন, সোহেল মাল, রাজ্জাক মাল, সজিব আকন ও ওই কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মামুন মালকে আসামি করা হয়।
মামলার এজাহার ও পুলিশের সূত্র জানা যায়, ৯ আগস্ট সদর উপজেলার এক কিশোরীকে (১৪) বাড়ি থেকে ডেকে নির্জন স্থানে নিয়ে যান ভ্যানচালক মামুন মাল। পরে জোর করে কিশোরীকে ধর্ষণ করেন তিনি। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যান মামুন। বিষয়টি স্থানীয় মাতবরদের জানালে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে পরদিন মীমাংসায় বসে উভয় পক্ষ। পরে অভিযুক্তকে ১৫ বার জুতাপেটা করেন ইউপি চেয়ারম্যান আকতার হাওলাদার। এ ছাড়া ধর্ষণের অপরাধে মামুনের কাছ থেকে আদায় করা হয় দুই লাখ টাকা। এর মধ্যে ১ লাখ ২০ হাজার টাকা নির্যাতনের শিকার পরিবারকে দিয়ে বাকি টাকা রেখে দেন চেয়ারম্যান ও মাতবরেরা।