শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন
আবুবকর সিদ্দীক,বিশেষ প্রতিনিধি
বরিশাল জেলার হিজলা উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের ৮ নং ওয়ার্ডের আহম্মাদ উল্লাহ, আলামিন,আনাস,বোন লায়লাসহ এদের হামলা ও মিথ্যা মামলায় এলাকা ছাড়া আপন চাচা সামাদ তালুকদার,সালাম তালুকদার,ইসমাইল তালুকদার,ফুফু সুরমা বেগম সহ বাদ যা্য়নি আপন পিতা অহিদ মাষ্টার ও।পিতার জমিতে আসলেই হামলা মামলার শিকার হন এই পাচ পরিবার গুলো।পিতা অহিদ মাষ্টার রয়েছেন পলাতক।ফোনে প্রতিবেদকে বাড়ির বিষয়ে শোনালেন রুপ কথার গল্প।তিনি বলেন আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলাম তখন সব কিছু ঠিক ছিলো এরপর আমি অবসরে যাওয়ার পরে শুরু হয় অমানবিক নির্যাতন,অবসরের টাকাই আমার জিবনের কাল হয়ে দাড়ায়,আমার ছেলে মোহাম্মদ উল্লাহকে পাগল বলে শিকল দিয়ে বেধে রেখেছে ওকে আগে বাঁচান।আমার ভাই বোন দের জমিতে আসলে হামলা করে পরে আবার মামলা করে।এ নিয়ে কথা হয় স্থানীয় অনেকের সাথে।অহিদুল মাষ্টার (তালুকদার)এর পরিবার সম্পর্কে কেউ কোন মুখ খুলতে নারাজ প্রাণ যাওয়ার ভয়ে।এলাকাবাসি নাম না প্রকাশ সত্তে জানায়, আমরা যদি সত্য কথা বলি তাহলে আমাদের উপর হামলা করবে এবং মামলা করে দিবে এদের সাথে থানার ওসির সাথে ভাল সম্পর্ক আছে।আনাস মাদক খায় ও মাদক বিক্রয় করে তাদের অনেক টাকা পয়সা রয়েছে বড় মাপের রাজনৈতিক নেতাদের সাথে ওঠা বসা রয়েছে।তাদের কেহ কিছু করতে পারে নায় আর কেহ পারবেনা তার চাচারা পর্যন্ত তাদের জমিতে আসতে পারে না ভয়ে।নাম প্রকাশে অনি”ছুক একাধিক ব্যাক্তি আরো জানায়, বিষয়টি নিয়ে আলাপ করে লাভ নেই।এর সমাধান দিতে পারেনি এসপি,থানা পুলিশ,চেয়ারম্যান,মেম্বার এমনকি উপজেলা প্রশাসন।বিষয়টি হিজলা,মুলাদি,মেহেন্দিগঞ্জ,কাজিরহাট সহ বিভিন্ন প্রশাসন জানেন।
আলাপ হয় স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মোল্লার সাথে আলাপকালে জানান,বিষয়টি খুবই জাটিল মেম্বার হিসাবে তিনিও মন্তব্য করতে রাজি নন।গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান তালুকদার জানান,ঐ পরিবার সম্পর্কে তার ধারণা নেই।হিজলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী জানান,সম্পত্তি একক ভাবে ভোগ করার জন্য এ নাটক।তিনি ক্ষোভের সাথে জানান- থানা পুলিশের কাছে গেলে সেখানেও পুলিশ একচোখা দৃষ্টিতে দেখছেন।হামলা ও মিথ্যা মামলায় এলাকা ছাড়া পাচ পরিবার এঘটনা সত্য।মোহাম্মাদ উল্লাহকে উদ্ধার করলে আসল রহস্য বেড়িয়ে আসবে।হিজলা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন জানান,আহম্মাদ উল্লাহ, আলামিন,আনাস,বোন লায়লা এরা খারাপ প্রকৃতির লোক এটা যেমন টিক আবার তার চাচারাও যে অনেক ভাল তা নয় সকলের কম বেশি দোষ রয়েছে।