শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
সম্পর্কে খালা হয়, এমন এক যুবতীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন মদন পৌরসভার অলহাজ্ব মোজাফফর আলিম মাদ্রাসার শিক্ষক মিল্লাদ হোসেন।তিনি পৌরশহরের মাষ্টার পাড়ার সলিম উদ্দিনের ছেলে।
সূত্রে জানা যায়, পৌরসভার মদন বাজারের বাসিন্দা ধনাই মিয়ার মেয়ে গার্মেন্টসের চাকুরীজীবি পারভীন আক্তারের সাথে দীর্ঘ ৪ বছর যাবৎ প্রেমে করে আসছে উক্ত শিক্ষক। প্রেমের এই দীর্ঘ পরিক্রমায় দু’জনে মাঝে খেটেছে অনেক মধুচন্দিমা, ব্যথিত হয়েছে অনেক বিরহ বেদনায়। সব কিছুর যেমন পরিসমাপ্তি আছে, ঠিক তেমনি এই প্রেমেরও পরিসমাপ্তি ঘটাল মেয়ের পরিবারের লোকজন। প্রেমিকের টানে সুদূর চট্টগ্রামের কর্মস্থল হতে মদনে ছুটে আসে প্রেমিকা পারভীন। প্রেমিক কে নিয়ে নিজ বাসায় সুখ নিদ্রায় বিভোর থাকাবস্থায় বাদ সাধে পরিবারের লোকজন। ২৩ আগষ্ট রোববার ভোর রাতে পুলিশের ধরিয়ে দেয় প্রেমিকযুগলকে মেয়ের পরিবার। মদন থানার এস আই আশরাউল ইসলাম প্রেমিকযুগলকে আটক করে থানায় নিয়ে যান। মদন থানার অফিসার ইনচার্জ মো : রমিজুল হক জানান, প্রেমিক শিক্ষক মিল্লাদকে কোর্টে চালান করা হয়েছে। মেয়েকে তার পিতার জিম্মায় দেয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুত্র মানবজমিন