পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মৌসুমী (১৭) নামের এক স্বামী পরিত্যক্তা তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার দুপুরে জুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। সে জুনিয়া গ্রামের মধু মাতুব্বরের মেয়ে।
জানা গেছে, সদ্য বিবাহিতা স্কুলছাত্রী মৌসুমীর দেড়মাস পূর্বে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়। এনিয়ে ওই পরিবারে প্রায়শই ঝগড়া হত। দুপুরে মেয়েটির সঙ্গে তার মায়ের বাক বিতন্ডা হয়। একপর্যায়ে তার মা হাড়ি-পাতিল পরিস্কার করতে তাদের বাড়ির পুকুর ঘাটে গেলে এসময় মৌসুমী ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।
কিছুক্ষন পর তার মা এসে ঘরের দরজা বন্ধ পেয়ে ডাক চিৎকার শুরু করলে প্রতিবেশীরা দরজা ভেঙে মেয়েটিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সোমবার রাতে ভান্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।