শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ১০৯০০টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজয়নগর উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কে, এম, ইয়াসির আরাফাত।
আজ মঙ্গলবার ২৫আগষ্ট দুপুর ১২.৩০ মিনিটে
অাইনশৃঙ্খলা রক্ষার্থে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন এর অামতলীবাজারসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা সরকারি নির্দেশ অমান্য করে মাস্কবিহীন অবস্থায় বাইরে চলাফেরা করায় সংক্রামক রোগ( প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এ ১২টি মামলায় ১২ জনকে ৪৯০০/= টাকা এবং সড়ক পরিবহন অাইন ২০১৮ অাইন অমান্য করে হেলমেটবিহীন মাথায় মোটরসাইকেল চালানো ও বৈধ কাগজপত্র ছাড়া ট্রাক চালানোয় ০২ টি মামলায় ০২ জনকে ৬০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় তিনি জনগণকে মাস্ক পরিধান করার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করেন ও হতদরিদ্র লোকের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।