শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
মাগুরার মহম্মদপুরের বালিদিয়া গ্রামে মহম্মদপুর থানা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান (প্রশাসন ও অপরাধ)।
বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাগুরা’র মোহাম্মদ ইব্রাহীম, শালিখা মাগুরা (সার্কেল)’র সিনিয়র সহ: পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র।
উক্ত অনুষ্ঠানে বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহ: প্রধান শিক্ষক আ: সালাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান (প্রশাসন ও অপরাধ), বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাগুরা’র মোহাম্মদ ইব্রাহীম, শালিখা মাগুরা (সার্কেল)’র সিনিয়র সহ: পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে বালিদিয়া ইউনিয়ন চেয়ারম্যান পান্নু মোল্যা, বালিদিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল কালাম ফকির, বালিদিয়া ইউপি সাবেক চেয়ারম্যান কাজী মোসলেহ্ উদ্দিন মুরাদ ও বর্তমান বালিদিয়া গ্রামের নেতৃত্বদানকারী সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মীনা, ইউনুচ শিকদার সহ সাধারণ জনগনের পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য চলতি বছরের ১৩ই জানুয়ারি বালিদিয়া গ্রামের নওশের শিকদারের বাড়ির সামনে রবিবার রাত সাড়ে আটটার সময় প্রতিপক্ষের হামলায় পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য আবু সাইদ মোল্যা (৫৩) গুরুত্বর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে যাওয়ার পথে নিহত হন।
এঘটনায় আহত হন অন্তত আরও ৪/৫ জন।
বড়রিয়া মেলা থেকে ৩ টি মটর সাইকেলে করে ইউনুচ শিকদার সমর্থক আবু সাইদ মোল্যা ৮/৯ জনকে সাথে নিয়ে বাড়িতে ফেরার পথে মফিজ মীনা সমর্থক ইমরুলের লোকজন মৃত নওশের শেখের বাড়ির সামনে রাস্তার উপর ভ্যান ঠেকিয়ে ও পাটকাঠি ফেলে তাদের গাড়ির গতিরোধ করে এবং এলোপাথাড়ি ভাবে হাতুড়ি, লাঠি পেটা ও কুপিয়ে কয়েকজনকে গুরুতরভাবে যখম করে। গুরুত্বর আহত অবস্থায় সাইদ মোল্যাকে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হলে ডাঃ তাকে মৃত ঘোষনা করেন । সাইদ মোল্যা বালিদিয়া গ্রামের মৃত ইউনুচ মোল্যার ছেলে। পরে এঘটনায় বাড়িঘর ভাংচুর, লুটপাট ও আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল।
হত্যা মামলায় হাজতবাস থেকে সম্প্রতি মফিজ মীনা সহ তার লোকজন জেল হাজত থেকে জামিনে বেরিয়ে আসলে উভয় পক্ষের মধ্যে এলাকায় আইন শৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কায় মহম্মদপুর থানা পুলিশ উক্ত মতবিনিময় সভার আয়োজন করে।
আইন শৃঙ্খলা সভায় উভয় পক্ষের উপস্থিতিতে সকলের বক্তব্য শেষে অতিথিরা বক্তব্য প্রদান করেন।
অতিথিবৃন্দ এলাকাবাসীকে শান্ত থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে অনুরোধ করেন।
এছাড়া ও সভায় উপস্থিত স্থানীয় নেতা-নেতৃবৃন্দ ও উভয় পক্ষের লোকজন পুনরায় সংঘর্ষে লিপ্ত হবেনা মর্মে শপথ গ্রহন করেন।