শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
সরাইলে ৫ দিন ধরে অজ্ঞাত এক মহিলার লাশ ভাসছিল ফসলি জমির পানিতে। অবশেষে ভাসমান ঐ মহিলার পরিচয় পাওয়া গেছে।
সে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পাকমিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামের মৃত আলাবক্সের স্ত্রী ফুল বানু (৮১) ।
বিশ্বস্ত একটি সুত্রে জানা যায়, গত ৫ দিন ধরে পানিতে একটি মহিলার লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী। এ ঘটনাটি স্থানীয় গ্রামপুলিশের মাধ্যমে পুলিশকে খবর দেওয়ার ও চেষ্টা করেছেন। কিন্তু কেউ এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করেননী।
অবশেষে আজ (বুধবার) সকালে কয়েকজন লোক ভাসমান অবস্থায়ই লাশটিকে উদ্বার করে এবং তাকে সনাক্ত করেন।
এলাকাবাসীর ধারণা জায়গা জমি সংক্রান্ত বিরোধের কারণে ফুলবানুকে হত্যা করা হয়ে থাকতে পারে।
ইউপি সদস্য মো. সালাহ উদ্দিন বলেন, লাশটি গত ৫ দিন ধরে পানিতে ভাসছে। পানিতে ভেসে থাকার কারনে লাশটি অনেক ফোলে গেছে। প্রথম দিকে মহিষবের গ্রামের সীমানায় ছিল । পরে মঙ্গলবার বিকেলের দিকে জয়ধরকান্দি গ্রামে ভেসে এসেছে লাশটি।
আজ (বুধবার) সকালে গ্রামবাসী লাশের কাছে গিয়ে তাকে সনাক্ত করে। পরে প্রশাসনকে লাশ সনাক্তের বিষয়টি জানায়।
প্রত্যক্ষদর্শী গ্রামবাসী সূত্র জানায়, গত শনিবার সকালে লোকজন গ্রামের উত্তর পূর্ব দিকের ফসলি জমির পানির উপরে একটি মহিলার লাশ ভাসতে দেখেন। কিন্তু ৫ দিনের মধ্যে কেউ লাশটি উদ্ধার বা সনাক্তের চেষ্টা করেননি।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এম এম নাজমুল আহমেদ বলেন, তিনদিন ধরে মহিলা নিখোঁজের ম্যাসেজ দিয়েছিল স্থানীয়রা। তিনদিন পর লাশ উদ্ধার করার খবর পেয়েছি । এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফুলবানুর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।