শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
ভাণ্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৮টি হতদরিদ্র বেদে পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এসব বেদে পরিবারগুলো করোনার কারনে কর্মহীন হয়ে মানবেতরন জীবনযাপন করছিল। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বেদে পল্লিতে সৌদি প্রবাসী মো. নাজমুল ইসলাম সুজন নিজ উদ্দ্যোগে ১০হাজার টাকা প্রদান করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম । এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া থানার উপ পরিদর্শক মোঃ মিজানুর রহমান, ভাণ্ডরিয়া উপজেলা সাংস্কৃতিক লীগের সভাপতি মো. শফিকুল ইসলাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আরিফ জোমাদ্দার, শিক্ষক মো. শহীদুল ইসলাম মল্লিক, পৗর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সবুজ আকন, উপজেলা সাংস্কৃতিক লীগের সাধারণ সম্পাদক মো.তুহিন তালুকদার।
প্রধান অতিথি এ সময় বেদি পল্লীর অভিভাবকদের আদি এ পেশা থেকে বেড়িয়ে এসে পরবর্তী প্রজন্মকে সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো তাগিদ দেন। এসময় তিনি পরিবেশ রক্ষায় পরিবেশ বান্ধব কোন প্রানিকে হত্যা না করার অনুরোধ জানায়। তাদের কে স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষনসহ কোন সুযোগ সুবিধা থাকলে তাদেরকে সংযুক্ত করার কথা বলেন।