শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আরেকটি স্বৈরাচারী শেখ হাসিনা সরকার জন্ম নিবে ভাণ্ডারিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য, স্বামী পলাতক বিএনপি সবসময়ই ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে -মাহমুদ হোসেন পিরোজপুর শিক্ষককে হাতুড়িপেটা, বিএনপি নেতা গ্রেপ্তার কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন নেছারাবাদে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লোহার পুল ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী ও শ্বশুর আটক পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা কাউখালীতে মন্ডপগুলোতে চলছে দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান নেছারাবাদে ২৬ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ভান্ডারিয়ায় ঋণের বোঝা মাথায় নিয়ে নদীতে জাল ফেলছে জেলেরা! মিলছে না কাঙ্খিত ইলিশ পিরোজপুর ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর কমিটি গঠন: সোহাগ সভাপতি, মিঠু সম্পাদক কাউখালীতে অপহরণের তিন মাস পর সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী উদ্ধার কাউখালীতে জেলের মরদেহ উদ্ধার ইউনিয়ন বিএনপির সেক্রেটারীকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসায় আলিম শ্রেণীর প্রথম ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
হাসপাতালের মেঝেতে রোগী, টাকা দিলেই মেলে শয্যা

হাসপাতালের মেঝেতে রোগী, টাকা দিলেই মেলে শয্যা

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) কোনো শয্যাই ফাঁকা নেই। শয্যা ছাপিয়ে ওয়ার্ডের ভেতর, বারান্দা, করিডোর থেকে শুরু করে সিঁড়ি পর্যন্ত দীর্ঘলাইন দিয়ে রোগী শুয়ে আছে। মেঝেতে অতিরিক্ত শয্যা দেয়ার পরও রোগীর ভিড় সামলাতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীরা নিজস্ব ব্যবস্থাপনায় শয্যা বিছিয়ে শুয়ে আছেন, এরপরও রোগীর চাপ কমছে না।

এই সুযোগ কাজে লাগিয়ে একশ্রেণির কর্মকর্তা-কর্মচারী দিনের পর দিন শয্যাবাণিজ্য করে আসছেন। দিনে তিন-চারবার শয্যা বিক্রি করা হয় ২০০ থেকে এক হাজার টাকায়। টাকা না দিলে দিনের পর দিন হাসপাতালের মেঝেতে পড়ে থাকতে হয়। যারা টাকা দিতে পারছে না তাদের হাসপাতালের মেঝেই একমাত্র ভরসা। এমন চক্র রয়েছে হাসপাতালটির প্রতিটি ওয়ার্ডে। সরেজমিনে ঘুরে ও রোগীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

নরসিংদীর রায়পুরা থানার বালুয়াকান্দি কান্দাপাড়া গ্রাম থেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা মো. জাকারিয়া (৫৩) বলেন, বুকে ব্যথা অনুভব করায় হৃদরোগ হাসপাতালের তৃতীয় তলার কার্ডিওলজি পুরুষ বিভাগের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি হই। ভর্তি হলেও সিট পাইনি। এ জন্য ওয়ার্ডের মেঝেতেই থাকতে হলো। হাসপাতালে এসে পাশের এক রোগীর স্বজন জানান, টাকা দিলেই মিলবে সিট। এরপর একদিন অতিবাহিত হলে ওয়ার্ডের দায়িত্বে থাকা একজনের সঙ্গে যোগাযোগ করি। সে জানায়, ৩০০ টাকা হলেই মিলবে সিট। যেই কথা সেই কাজ। ৩০০ টাকা দেয়ার পর বি-১৯ সিট মিলে গেল।

কুমিল্লা থেকে আসা আরেক ভুক্তভোগী হাবিবুর রহমান (৫৮) বলেন, ‘আমি আগে থেকেই অসুস্থ। বুকে ব্যথা হলে ঢাকায় এসে হৃদরোগ হাসপাতালে কার্ডিওলজি ওয়ার্ডে ভর্তি হই। এত রোগী ফ্লোরে শুয়ে আছে যে আমিও সিট না পেয়ে তাদের মতো ফ্লোরে শুয়ে পড়লাম। পরে জানতে পারলাম টাকা হলেই নাকি সিট পাওয়া যায়। এর দুদিন পর একজনকে ৫০০ টাকা দিলাম। এরপর বি-২০ সিট পেলাম।’ টাকা কাকে দিয়েছেন- জানতে চাইলে তিনি বলেন, ‘নাম তো বলতে পারি না। রোস্টার অনুযায়ী ডিউটি করে।’

নাম প্রকাশে অনিচ্ছুক কিশোরগঞ্জ থেকে আসা এক রোগী বলেন, ‘টাকা দিতে না পারায় দীর্ঘদিন ফ্লোরে পড়ে আছি। অথচ আমার পরে কত রোগী ভর্তি হলো। তারা টাকার বিনিময়ে বেড পেল। আমি টাকা দিতে পারিনি বলেই চিকিৎসা নিচ্ছি সেই ফ্লোরের বেডে। এখানে টাকা দিলেই সব হয়। সরকার দুর্নীতি কমানোর জন্য কত পদক্ষেপ নিচ্ছে আর এরা চিকিৎসা নিতে আসা মানুষের সাথে এ রকম ছয়-নয় করছে।’

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে আসা লিপি বেগম (৩৮) বলেন, মঙ্গলবার আমার বাচ্চা হয়েছে। এরপর থেকেই বুকে ব্যথা। তারপর ওই দিনই কার্ডিওলজি (মহিলা ও শিশু-৩) ওয়ার্ডে ভর্তি হই। ভর্তি হলেও বেড না থাকায় বারান্দায় ফ্লোরে ছিলাম। মাত্র পাঁচ দিনের বাচ্চা রেখে এসেছি। বুধবার ৫০০ টাকা দিয়ে এক্স-৩৩ বেড পাই।’ কাকে টাকা দিয়েছেন- জানতে চাইলে তিনি বলেন, ‘দেখি এখানে ডিউটি করে নাম জানি না। টাকা দেয়ার কয়েক ঘণ্টা পরই বেড পেলাম।’

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন বলেন, আমাদের এখানে সব ওয়ার্ড মিলিয়ে ৪০০ বেড আছে। এর মধ্যে করোনার জন্য নিচের ওয়ার্ড ছেড়ে দিতে হয়েছে। হাসপাতালে বেডের চেয়ে রোগীর সংখ্যা বেশি তারপরও আমরা চিকিৎসা দিয়ে যাচ্ছি। করোনার আগে প্রতিদিন দেড়শ থেকে দুইশ রোগী ভর্তি হতো আর এখন ৭০-৮০ জন রোগী ভর্তি হয়। বেড সংকটে আমাদের ওপর ভবনের কাজ চলছে। কাজ শেষ হলে ১ হাজার ২০০ রোগী রাখা যাবে।

শয্যাবাণিজ্যের বিষয়ে তিনি বলেন, আগে একবার এ রকম অভিযোগ শুনেছিলাম। তখন ওয়ার্ড মাস্টারদের ডেকে তাদের ডিউটি অন্য জায়গায় দিয়েছিলাম। আপনি বিষয়টি আমাকে জানিয়েছেন- এ জন্য আপনাকে ধন্যবাদ। আমি বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেব।’

 

সুত্র বরিশাল ক্রাইম নিউজ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana