শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ
কসবায় অবৈধভাবে ড্রেজিং করে বালি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ড্রেজার জব্দ ও জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর ও মজলিশপুরে পৃথক অভিযানে এসব জব্দ করা হয়। এসময় এক ড্রেজার মালিকে ৫হাজার টাকা জরিমানা করা হয়, অপর ড্রেজার মালিক পালিয়ে যাওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে ড্রেজিং করে বালি উত্তোলনের ফলে ফসলি জমি নষ্ট, সরকারি সড়ক ভেঙে গেছে ও বৈদ্যুতিক খুঁটির ঝুঁকিতে ফেলায় দুইটি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর ও মজলিশপুরে পৃথক অভিযানে এসব জব্দ করা হয়। এসময় এক ড্রেজার মালিকে ৫হাজার টাকা জরিমানা করা হয়, অপর ড্রেজার মালিক পালিয়ে যাওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কতিপয় কিছু অসাধু ব্যবসায়ী ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে এবং এর ফলে আশপাশের কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও এই ড্রেজারের সাহায্যে বালু উত্তোলনের ফলে সরকারি সড়কের প্রায় অর্ধেক ভেঙে গেছে ও বৈদ্যুতিক খুঁটি ঝুঁকিতে রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে শ্রমিক নিয়ে খিদিরপুর ও মজলিশপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে মজলিশপুরের ড্রেজারের মালিক পালিয়ে যায়। তবে ড্রেজার ও পাইপ জব্দ করা হয়েছে। অপর দিকে খিদিরপুরের ড্রেজার ব্যবসায়ী উপজেলার সৈয়দাবাদের উজ্জ্বলকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার ড্রেজার জব্দ করা হয়েছে।