শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
আশুগঞ্জে ৬০ বছরের বৃদ্ধের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
উপজেলার লালপুর ইউনিয়নের টানপাড়া এলাকায় রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
স্ত্রীর সাথে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে ঐ বৃদ্ধ আত্মহত্যা করেছে বলে পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়। তার নাম জালাল মিয়া (৬০)।
সে অত্র ইউনিয়নের টানপাড়া গ্রামের মৃত ছমির মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জালাল মিয়া। রোববার সকালে পরিবারের লোকজন ঘরের জানালা দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে সেখান থেকে লাশ উদ্ধার করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।