শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
মোঃ মহিম উদ্দিন, সিলেট প্রতিনিধি
ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোগলগাও গ্রামে গত ০৪/০৯/২০২০ ইং রোজ শুক্রবার বাদজুম্মা মসজিদের ক্যাশের হিসাব চাওয়ায় গ্রামের পঞ্চায়েতের উপর ক্রোধান্বিত হয়ে পড়েন মসজিদ কমিটির ক্যাশিয়ার নুরুল হক ও মুতাওয়াল্লি রওয়াব আলি।
তাতেই তারা ক্ষান্ত হননি,বরং মসজিদের ১৮-২০লক্ষটাকা আত্মসাৎ করার পূর্বপরিকল্পনা অনুযায়ী ক্যাশিয়ার নুরুল হক ও তার ভাই আব্দুল হক এবং তাদের চাচাতো ভাই আবুসুফিয়ানের নেতৃত্বে একদল সশস্ত্র লোক দেশীয় অস্ত্র নিয়ে পঞ্চায়েতের উপর ঝাপিয়ে পড়ে।
এতে জাউয়া বাজার ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন,সুন্দর আলী,সিরাজ আলী,ফয়জুল বারী,হাবিব,লোকমান,দবির,হুমায়ুন,মুহাম্মদ আলী,সাকিবসহ কমপক্ষে ১০জন আহত হওয়ার খবর মিলেছে।
তন্মধ্যে সুন্দর আলী,সিরাজ আলী ও ফয়জুল বারীকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে ফয়জুল বারীর অবস্থা আশংকাজনক।
জানা যায়,বিগত আটবছর ধরে মোগলগাও জামেমসজিের ক্যাশিয়ার হিসেবে নুরুল হক ও মুতাওয়াল্লী হিসেবে রওয়াব আলী দায়িত্ব পালন করে আসছেন।
বিগত কয়েকমাস ধরে গ্রামের পঞ্চায়েত তাদের কাছে মসজিদের ক্যাশসহ হিসাব চাচ্ছেন,কিন্তু তারা নানা অজুহাতে কেবল সময় গড়াচ্ছে হিসেব দিতে চাচ্ছে না।
তাই গত শুক্রবার জুম্মার নামাজের পর গ্রামের পঞ্চায়েত সম্মিলিতভাবে হিসেব দানের জন্য তাদেরকে আহবান করলে,তারা হিসেব দানের প্রক্রিয়াকে ভণ্ডুল করতে পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে গ্রামের পঞ্চায়েত মনে করেন।