শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
জুলফিকার আমীন সোহেল,বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রথম শ্রেনীর স্কুল ছাত্রী শিশু (৭) কে ধর্ষণ চেষ্টার আসামী জামিনে এসে মামলার বাদি ওই শিশুটির মা (২৬) কে প্রাণনাশের হুমকি দিয়েছে। এ ঘটনায় শিশুটির মা শুক্রবার রাতে দুই জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় জিডি করেছেন। অভিযুক্তরা হলো- উপজেলা উত্তর মিঠাখালি গ্রামের কবির খলিফার ছেলে বখাটে জহির (২২) ও আলামিন (২৫)।
জিডি সূত্রে জানা গেছে, ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে শিশুটির মা গত রোববার বখাটে জহিরের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। বখাটে জহির গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে থেকে জামিন পেয়ে রীবদর্পে বাড়ি প্রবেশ করে। এসময় বখাটে জহির ও তার বড় ভাই আলামিন মামলা প্রত্যাহারের জন্য শিশুটির মা‘কে অশ্লীল গাল-মন্দ দেয়াসহ প্রাণনাশের হুমকি দেয়। এমনটি মামলা প্রত্যাহার না করলে শিশুটিকে খুজে পাওয়া যাবেনা বলে হুমকি দেয়।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।