শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিএনপি সবসময়ই ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে -মাহমুদ হোসেন পিরোজপুর শিক্ষককে হাতুড়িপেটা, বিএনপি নেতা গ্রেপ্তার কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন নেছারাবাদে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লোহার পুল ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী ও শ্বশুর আটক পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা কাউখালীতে মন্ডপগুলোতে চলছে দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান নেছারাবাদে ২৬ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ভান্ডারিয়ায় ঋণের বোঝা মাথায় নিয়ে নদীতে জাল ফেলছে জেলেরা! মিলছে না কাঙ্খিত ইলিশ পিরোজপুর ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর কমিটি গঠন: সোহাগ সভাপতি, মিঠু সম্পাদক কাউখালীতে অপহরণের তিন মাস পর সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী উদ্ধার কাউখালীতে জেলের মরদেহ উদ্ধার ইউনিয়ন বিএনপির সেক্রেটারীকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসায় আলিম শ্রেণীর প্রথম ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভাণ্ডারিয়ার চাঞ্চল্যকর আসমা হত্যার বিচার দাবিতে পিরোজপুরে মানববন্ধন কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় দু’মুঠো চালের বিনিময়ে  তানিয়াকে বাঁচানোর চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় দু’মুঠো চালের বিনিময়ে  তানিয়াকে বাঁচানোর চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

নুন আনতে পান্তা ফুরোয় শরীফ মিয়ার। একই অবস্থা মহরম আলীর পরিবারেও। শরীফ মিয়ার ঘর থেকে দেওয়া হলো এক কেজি চাল ও মহরম আলীর পরিবার থেকে দুই কেজি চাল। নিজেদের সামর্থের কথা বলে দুইহাত তুলে দোয়া করলেন তারা।

মহরম আলী ও শরীফ মিয়াদের এ দোয়া ও সহযোগিতা গ্রামের গৃহবধূ তানিয়ার জন্য। টিউমার থাকার কারণে তানিয়ার ডান পা কেটে ফেলা হয়েছে। ক্যান্সারের মতো মরণব্যাধি থেকে বাঁচতে তানিয়ার আরো বেশী উন্নত চিকিৎসার দরকার। বিধিবাম,  চিকিৎসা করানোর মত সেই পরিমান অজস্র টাকা ও আর্থিক সামর্থ নেই তানিয়ার পরিবারের।

এমতাবস্থায় তানিয়াকে সহযোগিতার  জন্য   এগিয়ে এসেছেন তানিয়ার শ্বশুরবাড়ির এলাকার লোকজন। যে যার মতো করে চলেছেন সাহায্য। একদল মানবিক মানুষ বাড়ি বাড়ি গিয়ে সাহায্য তুলছেন। তাঁদের সেই ভালোবাসার হাতে তুলে দিচ্ছেন যে যা পারছেন, চাল কিংবা নগদ অর্থ।

তানিয়া আক্তার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের হাওড়ার চর গ্রামের সবুজ মিয়ার স্ত্রী। পেশায় অটোরিকশাচালক সবুজ মিয়ার পক্ষে স্ত্রীর চিকিৎসার ব্যয়ভার বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না বলে সেটি গিয়ে বর্তায় বড় বোন খাদিজা আক্তারের ওপর। ঢাকায় উন্নত চিকিৎসা করাতে গিয়ে খাদিজা আক্তারও অর্থের সংকুলান দিতে পারছিলেন না। বাধ্য হয়েই হাসপাতাল থেকে বোনকে নিয়ে আসেন বাড়িতে। টাকার অভাবে এখন বাসা থেকে নিয়েও চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।

রাজেন্দ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. রোকন উদ্দিন লিটন শনিবার বিকেলে টাইমস  নিউজ কে বলেন, ‘গ্রামের ১০ জন মিলে সাহায্যের জন্য ঘরে ঘরে যাচ্ছি। যে যা পারছেন আমাদেরকে দিচ্ছেন তানিয়ার সহযোগিতার জন্য। নোয়াব মিয়া নামে একজন অবসরপ্রাপ্ত ড্রাইভারের কাছে গেলে তিনি ২৫০ টাকা দেন। এরপর একাধিক খেটে খাওয়া  মানুষ ও চাল দিয়ে সহায়তা করেন। পার্শ্ববর্তী আদমপুর গ্রাম থেকে তিন হাজার টাকা ও প্রায় ২০ কেজি চাল উঠানো হয়েছে। সকলের সহযোগিতায় আমরা গ্রামের গৃহবধূকে বাঁচাতে চাই।’

তানিয়ার অটোরিকশাচালক স্বামী সবুজ মিয়া বলেন, আমার পক্ষে চিকিৎসা করানো কোনোভাবেই সম্ভব ছিলনা। তার বোন ঢাকায় নিয়ে চিকিৎসা করাচ্ছেন। এখন তিনিও অর্থাভাবে তানিয়াকে কোনো রকম চিকিৎসা করাতে পারছেন না। আত্মীয় স্বজনদের কাছ থেকেও আর ধার-দেনা করা সম্ভব হচ্ছে না।

তানিয়ার বোন খাদিজা জানান, ১৮ আগস্ট তানিয়াকে প্রথমে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পাঠানো হয়ে ক্যান্সার হাসপাতালে। সেখানেও চিকিৎসা করতে অপারগতা প্রকাশ করা হয়। এক পর্যায়ে প্রাইভেট চেম্বারে ডাক্তার দেখিয়ে আহসান ক্যান্সার হাসপাতালে তানিয়াকে ভর্তি করানো হয়।

তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষা করাতেই প্রয়োজন হয় প্রায় ৪০-৫০ হাজার টাকা। অপারেশন শেষে প্রায় ৮০ হাজার টাকা বিল আসে। বিল দিতে না পারায় রোগীকে তিন-চারদিন বেশি রাখতে হয়েছে হাসপাতালে। এক পর্যায়ে আত্মীয় স্বজন ও স্বামীর কর্মস্থলের মালিকের কাছ থেকে ধার দেনা করে  নিয়ে গিয়ে বিল পরিশোধ করে বোনকে বাসায় নিয়ে আসি। এখন বাসা থেকে নিয়ে প্রতিদিন চিকিৎসা করাতেও যে টাকার প্রয়োজন সেটিও আমার হাতে নেই। আবার অপারেশনের জন্য যে টাকা প্রয়োজন সেটাও যে কোথায় পাব তাও বুঝতে পারছি না। আমি আমার বোনকে বাঁচাতে চাই। তাই এ দেশের মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নিকট আমার বোনের চিকিৎসার জন্য সাহায্য প্রার্থনা করছি এবং সেই সাথে দেশের বিত্তশালী নাগরিকদের কাছে ও আকুল আবেদন জানাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana