শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ফায়জুর রশিদ খসরু জোমাদ্দার কে অওয়ামীলীগের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে স্থানীয় রিজার্ভ পুকুর পাড়ে অনুষ্ঠিত আওয়ামীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. এম এ হাকিম হাওলাদার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফায়জুর রশিদ খসরু জোমাদ্দার কে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামলীগ সহ-সভাপতি মো. লিয়াকত হোসেন তালুকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম স্বপন, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু, সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা আসন্ন পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু জোমাদ্দারকে দলীয় মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করাসহ উপজেলার সবকটি ইউনিয়নে চেয়ারম্যান মেম্বর, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী দেয়ার ঘোষনা দেন।