শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পিরোজপুর শিক্ষককে হাতুড়িপেটা, বিএনপি নেতা গ্রেপ্তার কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন নেছারাবাদে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লোহার পুল ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী ও শ্বশুর আটক পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা কাউখালীতে মন্ডপগুলোতে চলছে দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান নেছারাবাদে ২৬ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ভান্ডারিয়ায় ঋণের বোঝা মাথায় নিয়ে নদীতে জাল ফেলছে জেলেরা! মিলছে না কাঙ্খিত ইলিশ পিরোজপুর ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর কমিটি গঠন: সোহাগ সভাপতি, মিঠু সম্পাদক কাউখালীতে অপহরণের তিন মাস পর সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী উদ্ধার কাউখালীতে জেলের মরদেহ উদ্ধার ইউনিয়ন বিএনপির সেক্রেটারীকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসায় আলিম শ্রেণীর প্রথম ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভাণ্ডারিয়ার চাঞ্চল্যকর আসমা হত্যার বিচার দাবিতে পিরোজপুরে মানববন্ধন কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত মঠবাড়িয়ায় বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পর্নোগ্রাফির অভিযোগে-২ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পর্নোগ্রাফির অভিযোগে-২ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া  সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক প্রবাসীর স্ত্রী’র ছবি পর্নোগ্রাফি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে ৯ জনকে আসামী করে তাদের বিরুদ্ধে  সরসইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার গৃহবধূর পিতা বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো ৫ জনকে আসামী করে  মামলাটি দায়ের করেন ।
এ ঘটনায় মামলা দায়েরের পর রাতেই পুলিশ অভিযান পরিচালনা করে  মোঃ রাসেল মিয়া-(২৭) ও বাধন মিয়া- (২০) নামের দুই যুবককে গ্রেপ্তার করে এবং আদালতের মাধ্যমে তাদেরকে  জেলহাজতে প্রেরণ করেন।
মামলা ও গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের দেড় মাস পরই স্ত্রীকে রেখে ওই গৃহবধূর স্বামী মালয়েশিয়ায় চলে যায়।
সরাইল উপজেলা সদরের নিজসরাইল গ্রামের রুমেলদের বাড়িতে ভাড়া থাকতেন গৃহবধূ। প্রবাসী স্বামীর সাথে প্রায়ই মোবাইল ফোনে অডিও ভিডিও কথা বলতেন। স্বামীর ইচ্ছায় বিভিন্ন ধরণের ছবিও পাঠাতেন। তার (স্ত্রীর) বিকাশ নম্বরে স্বামী টাকা পাঠাতেন। প্রবাসীর স্ত্রী সে টাকা নিজেই উত্তোলন করতেন।
গত কয়েক মাস আগে গৃহবধূ অসুস্থ হওয়ায় স্বামীর অনুমতিক্রমে তার ব্যবহৃত মোবাইল ফোনটি রুমেল মিয়াকে দিয়ে বিকাশের টাকা উত্তোলন করান। এ ভাবে বেশ কয়েকবার টাকা উত্তোলন করে মোবাইল ফোন সেটটি ফেরত দেয় রুমেল। কিন্তু এ সুযোগকে কাজে লাগিয়ে  রুমেল ঐ প্রবাসীর স্ত্রীর মোবাইল ফোন সেট থেকে গৃহবধূর ব্যক্তিগত ছবি গুলো কপি করে রেখে দেয়।
আনুমানিক ৫/৬ মাস আগে রাসেল, বাধন, রুমেল ও আশিকসহ ৪/৫জন লোক গৃহবধূকে ফোন করে রুমেলের সাথে ঐগৃহবধূর পর্ণোছবি আছে বলে  জানায়। তারা সে সমস্ত পর্ণোছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিবে বলে  হুমকি প্রদান করে। স্বামী স্ত্রীর ইজ্জত রক্ষার্থে গৃহবধূর স্বামী হুমকিদাতাদের সাথে কথা বলে ৫০ হাজার টাকা দেয়। এর পরেও ঐ যুবকদ্বয় গৃহবধূকে ফোন করে  বলেন, যদি আরো টাকা না দেয় তাহলে পর্ণৌছবিগুলো তারা ফেসবুকে ছেড়ে দিয়ে  ভাইরাল করে দেয়ার হুমকি ও দেয়। এক পর্যায়ে আশিক মিয়া গৃহবধূকে কুপ্রস্তাব ও করে।
সম্প্রতি তারা গৃহবধূর মোবাইল ফোন থেকে নেয়া ব্যক্তিগত ছবিগুলো এডিট করে রুমেলের ছবির সাথে যুক্ত করে ফেসবুকে ছেড়ে দেয়।
এক পর্যায়ে  ঐ গৃহবধূ তার স্বামীর বাড়ি থেকে জেলা শহরে তার বাবার বাড়িতে চলে যান।  গত মঙ্গলবার (২২সেপ্টেম্বর) ঐ গৃহবধূ নিজসরাইল গ্রামে তার স্বামীর বাড়িতে ফিরে আসলে রুমেল মিয়া তাকে গালাগালি করে ও আরো টাকা না দিলে ছবি গুলো দ্রুত ভাইরাল করার হুমকি প্রদান করে।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম নাজমুল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীরা প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে মহিলার পরিবারের কাছ থেকে টাকা আদায় করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আমরা দুই জনকে গ্রেপ্তার করেছি। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ প্রচেষ্টা  অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana