শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
দৈনিক নয়া দিগন্তে,পিরোজপুর টাইমস ২৪ ডটকম ও পিরোজপুর সময় ২৪ ডটকমে গত ৩০ শে আগষ্ট “ভাণ্ডারিয়ায় চিকিৎসকের ভুল চিকিৎসায় গর্ভজাত শিশুর মৃত্যুর অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ভান্ডারিয়ায় লাইফ কেয়ার হসপিটালের মালিক ডাঃ নিপা মন্ডল। তিনি বলেন- প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও কাল্পনিক। ডাক্তার আরো বলেন, ওই গর্ভবতীকে নিরাপদ ঔষুধ দিয়ে সঠিক চিকিৎসা দেওয়া হইয়াছে। একই চিকিৎসা হাজারো মায়েদের দেয়া হয়। তবে, গর্ভজাত শিশু মৃত নিশ্চিত হওয়ার পর চিকিৎসা পত্রের ঔষুধ কেটে তিনি কোন প্রকার নতুন চিকিৎসা দেননি । যারা সাংবাদিক ভাইদের কাছে তার বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ করেছেন তাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিক ও পেশাগত ভাবে হেয় প্রতিপন্ন ও আমার ক্ষতি করার জন্য।