শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রোববার বিকেলে ৩ শত পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জানা গেছে, গ্রেপ্তারকৃতরা উপজেলার নিজ ভান্ডারিয়া মহল্লার মৃত আ. কাদের কবিরাজের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী শহিদুল কবিরাজ (৫৩) ও তার স্ত্রী নাছরিন বেগম (৪৫) এবং মৃত ফারুক মুন্সির ছেলে মাদক বিক্রেতা কাদের মুন্সি (৫৫)।
থানা পুলিশের এসআই আব্দুল কাইউম জানান, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের মঞ্জু মার্কেট সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী শহিদুল কবিরাজ (৫৩) ও তার স্ত্রী নারী মাদক ব্যবসায়ী নাছরিন বেগম (৪৫) এবং মৃত ফারুক মুন্সির ছেলে মাদক বিক্রেতা কাদের মুন্সি (৫৫) কে গ্রেপ্তারের সময় তাদের কাছে থাকা ৩শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাকসুদুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। গ্রেপ্তারকৃত তিন আসামীকে আজ সোমবার জেল হাজতে পাঠান হয়েছে।