শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আরেকটি স্বৈরাচারী শেখ হাসিনা সরকার জন্ম নিবে ভাণ্ডারিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য, স্বামী পলাতক বিএনপি সবসময়ই ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে -মাহমুদ হোসেন পিরোজপুর শিক্ষককে হাতুড়িপেটা, বিএনপি নেতা গ্রেপ্তার কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন নেছারাবাদে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লোহার পুল ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী ও শ্বশুর আটক পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা কাউখালীতে মন্ডপগুলোতে চলছে দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান নেছারাবাদে ২৬ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ভান্ডারিয়ায় ঋণের বোঝা মাথায় নিয়ে নদীতে জাল ফেলছে জেলেরা! মিলছে না কাঙ্খিত ইলিশ পিরোজপুর ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর কমিটি গঠন: সোহাগ সভাপতি, মিঠু সম্পাদক কাউখালীতে অপহরণের তিন মাস পর সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী উদ্ধার কাউখালীতে জেলের মরদেহ উদ্ধার ইউনিয়ন বিএনপির সেক্রেটারীকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসায় আলিম শ্রেণীর প্রথম ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
পিঁয়াজের প্রথম চালান আসল মিয়ানমার থেকে

পিঁয়াজের প্রথম চালান আসল মিয়ানমার থেকে

ভারত পিঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর বিকল্প দেশ থেকে দ্রুত পিঁয়াজ আমদানির উদ্যোগ নেন দেশের ব্যবসায়ীরা। ফলে চীন, মিশর, তুরস্ক, মিয়ানমার, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, সাউথ আফ্রিকা, ইউক্রেনসহ বিভিন্ন দেশকে বেছে নেন তারা। ফলে দেশে পিঁয়াজের সংকট মোকাবেলায় ভারতের বিকল্প দেশ থেকে আমদানি করা পিঁয়াজের প্রথম চালানটি খালাস হয়েছে চট্টগ্রাম বন্দরে।

সোমবার ৫৮ মেট্রিক টন পেঁয়াজের ছাড়পত্র ইস্যু করেছে চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র। পাকিস্তান থেকেও এসেছে ১১৬ টন। পাকিস্তান থেকে আসা এসব পিঁয়াজেরও কাস্টম হাউসের পক্ষ থেকে এক্সামিন সম্পন্ন হয়েছে। পাইপ লাইনে থাকা অন্যান্য আমদানিকারকের পিঁয়াজও দ্রুত দেশে ঢুকবে বলে জানান বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রেও উপ-পরিচালক ড. মোহাম্মদ আসাদুজ্জামান বুলবুল।
তিনি বলেন, চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র থেকে ১ লাখ ৪৭ হাজার ৫৫৪ টন পিঁয়াজ আমদানির জন্য ৩২২টি অনুমতিপত্র (আইপি) নিয়েছেন ব্যবসায়ীরা। চীন, মিশর, তুরস্ক, মিয়ানমার, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, সাউথ আফ্রিকা, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ভারত ও পাকিস্তান- এই দেশগুলো থেকে এসব পেঁয়াজ আমদানি করবেন ব্যবসায়ীরা। ফলে খুব সহসা পাইকারি ও খুচরা পর্যায়ে পিঁয়াজের দাম কমে আসবে।

এদিকে চট্টগ্রাম কাস্টম হাউস সূত্রে জানা গেছে, পিঁয়াজের সংকট মোকাবেলায় এবং বাজারে ঊর্ধ্বমুখী দামে যেন এর প্রভাব পড়ে, সে জন্য চট্টগ্রাম বন্দরে আসার পর দ্রুত খালাসের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কাস্টম হাউসের অভ্যন্তরীণ ‘গ্রুপ-১’ শাখায় পিঁয়াজের চালান খালাসের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এখানে পিঁয়াজের চালান খালাসে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

দেশের ভোগ্যপণ্যের অন্যতম বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জের হামিদুল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস জানান, পিঁয়াজের সংকট শুরু হলে ভারতের বিকল্প দেশের মধ্যে আমাদেও পাশ্ববর্তী দেশ মিয়ানমারের পিঁয়াজের চালানই প্রথম আসল বন্দরে। এই পিঁয়াজগুলো খাতুনগঞ্জের আড়ত গুলোতেই দেওয়া হয়েছে। মিয়ানমারের পিঁয়াজের আকার, রং ও স্বাদ আমাদেও দেশি পিঁয়াজের মতোই। এগুলো আড়তে বিক্রি হচ্ছে প্রতিকেজি ৭০ টাকা করে।

পিঁয়াজের আড়তদার রিতাপ উদ্দিন বাবু জানান, মিয়ানমার, পাকিস্তানের পিঁয়াজ যেহেতু বন্দরে পৌঁছেছে, অন্যান্য দেশের পিঁয়াজও শিগগির চলে আসবে। ফলে বর্তমান সংকট ও বাজার দও দুটোই দ্রুত নেমে আসবে বলে আশা করছি।

জানা গেছে, চট্টগ্রাম বন্দরে মঙ্গলবার পর্যন্ত মোট ৪০ ফুট দীর্ঘ ৯ কনটেইনার পিঁয়াজ এসছে। এর মধ্যে ‘কোটা এনগেরিক’ জাহাজে আসা ২ কনটেইনারে কায়েল স্টোরের ৫৮ টন খালাস হয়েছে বন্দর থেকে। এগুলোর রফতানি কারক সিঙ্গাপুরের ইন্দো সুয়েজ ট্রেডিং লিমিটেড। অন্যদিকে ‘এক্স-প্রেস লোটসি’ জাহাজে এসেছে তিন আমদানিকারকের ৭ কনটেইনার পিঁয়াজ। তম্মধ্যে চট্টগ্রামের গ্রিন ট্রেডের নামে পাকিস্তান থেকে এসেছে ৪ কনটেইনারে ১১৬ টন এবং ঢাকার সজীব এন্টারপ্রাইজের নামে এসেছে ২ কনটেইনারে ৫৯ টন। সজীবের নামে ইউএই থেকে এসেছে ১ কনটেইনারে ২৯ টন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana