শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ অপরাহ্ন
বিকাশ এজেন্টকে কুপিয়ে রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। এছাড়া বিকাশ হ্যাকিং প্রতারক চক্রের ৯ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাইের ঘটনায় ও বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ তুলে নেওয়া প্রতারক চক্রের ৯জনসহ মোট ১৩ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।