শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ অপরাহ্ন
মোঃ রুম্মান হাওলাদার মঠবাড়িয়া প্রতিনিধি
পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার ভেচকি গ্রামে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি ফারুক ডাকাত এলাকায় প্রবেশ করেছে এমন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী। পুলিশের সতর্ক তার পাশাপাশি এলাকাবাসী ও রাত জেগে পাহারা বসাচ্ছে বলে জানা গেছে। জানা গেছে ভেচকি গ্রামের মৃত রাজ্জাক শিকদারের পুত্র ফারুক সিকদার আন্তজেলা ডাকাত দলের সদস্য। দেশের বিভিন্ন এলাকায় দুর্ধর্ষ ডাকাতির অভিযোগে মামলা রয়েছে তার বিরুদ্ধে।বহুল আলোচিত রাজধানীর আমিন জুয়েলার্স এ ডাকাতির ঘটনায় জড়িত এই ফারুক সিকদারের নেতৃত্বে মঠবাড়িয়া উপজেলার পার্শ্ববর্তী উপজেলা কাঠালিয়ার আমুয়া বাজারের স্বর্ণের দোকানেও ডাকাতি সংঘটিত হয়। অস্ত্র মামলায় ২০ বছর সাজা ভোগ করা ফারুক ডাকাত পাথরঘাটা এলাকায় ৬০ হাজার টাকার জাল নোটসহ গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ে জেল খাটে। একাধিক ডাকাতি মামলার আসামি ফারুক সিকদার সর্বশেষ ২৮ সেপ্টেম্বর পূর্ব পরিকল্পিতভাবে একই এলাকার সৌদি প্রবাসী জাকির মালের উপর হামলা করে হত্যার চেষ্টা চালায়। ঘটনার তারিখ ও সময় জাকির মাল তার বাড়ির সংলগ্ন ভেচকি বাজারের,জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করে বাসায় ফিরছিলেন এ সময় রাস্তার পাশে ওৎ পেতে থাকা তিন চার জন দুর্বৃত্ত সহ ডাকাত ফারুক রামদা দিয়ে কোপানোর শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসায় ডাকাতদল পালিয়ে যায়। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চালায়। আহত জাকির মাল মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন তবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী জাকির মাল জানান,১ বছর পূর্বে আমার বাড়িতে ডাকাতি হওয়া মামলার আসামি ফারুক মামলা তুলে নেওয়ার জন্য বারবার আমাকে হুমকি দিয়ে আসছিল। সম্প্রতি মামলাটি সিআইডিতে যাওয়ায় ফারুক আরো ক্ষিপ্ত হয়ে আমাকে জীবনের শেষ করে দেওয়ার জন্যই এ হামলা চালায়। মঠবাড়িয়ার অফিসার ইনচার্জ আ,জ,ম মাসুদুজ্জামান (মিলু) জানান,ভেচকি গ্রামে সৌদি প্রবাসী জামাল মালের উপর হামলার ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামি ফারুক সিকদার দুর্ধর্ষ ডাকাত তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।