শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
জুলফিকার আমীন সোহেল,বিশেষ প্রতিনিধি
‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ-৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ।
আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুন্ড, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, নারী ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফেরদৌস, ওসি (তদন্ত) আব্দুল হক, প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ প্রমুখ।
সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়ন সচিব, দফাদার ও সুধি সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊমি ভৌমিক বলেন, রেজিষ্ট্রার্ড জেনারেল কার্যালয়, বাংলাদেশ স্থানীয় সরকারের উদ্যোগে অনলাইনে ২০১০ সাল থেকে খুব সহজেই জন্ম ও মৃত্যু নিবন্ধন করা হয়। সুনাগরিক হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে শিশু জন্মের সাথে-সাথে জন্ম নিবন্ধন করা। এ আইনী পরিচয় শিশুকে দেয়া বাবা-মায়ের সবচেয়ে গুরুপ্তপুর্ণ উপহার। যা তাকে ভবিষ্যতে সব রকমের সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করবে।