শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
মোঃ রুম্মান হাওলাদার মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় সৌদি প্রবাসী হাসপাতালে মাথার খুলি বিহীন জন্ম নেওয়া সেই বিস্ময়কর শিশুটি মারা গেছেন।
গত ৭ অক্টোবর জন্ম নেওয়ার ছয় ঘণ্টার পর গত বৃহস্পতিবার ৮ অক্টোবর রাত ৮.৩০ মিনিটের দিকে ঐ শিশুটি মারা যায় বলে জানা গেছে। বিস্ময়কর শিশুটি উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের মোঃ জহির আকন ও আয়শা দম্পতির ছিল। উল্লেখ্য ৭ অক্টোবর বুধবার দুপুরে উপজেলার বেসরকারি ওই হাসপাতালে এক অস্ত্রপচারে মাধ্যমে ভূমিষ্ঠ হওয়া শিশুটির মাথায় কোন ধরনের শক্ত খুলি ছিলনা। শক্ত খুলি না থাকায় মগজ বাহির থেকে দেখা যেত। টকটকে লাল মগজের উপর পাতলা একটি আবরন থাকলেও ভেতরের মগজের নড়াচড়া বাইর থেকে দেখা যাচ্ছিল।
মেডিকেল সাইন্সে একে বলা হয় অ্যানেনফেলী। অ্যানেনফেলী একটি জন্মগত সমস্যা। জন্ম নেওয়া এ ধরণের নবজাতক সাধারণত বেশী সময় বাঁচে না। ফলিক এসিডের অভাবে এরকম খুলি বিহীন শিশুর জন্ম হয়ে থাকে। সাধারণত গর্ভবতী মায়ের আয়রন ও ক্যালসিয়াম জাতীয় খাবারের অভাবে এ রকম হয়ে থাকে।