শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় সেনাবাহিনীর টহলে হামলায় এক সেনা সদস্য আহত হওয়ার পর পাল্টা হামলায় দুই সন্ত্রাসী নিহত হয়। গতকাল সন্ধ্যায় এ ঘনটা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করলেও এখনো তাদের পরিবারের খোঁজ মেলেনি। এখনো মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে গুলিবিদ্ধ সেনা সদস্য শাহাবুদ্দিন চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার বেলা পাঁচটার দিকে রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায় রাঙামাটি সেনাজোনের একটি টহলদল ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) সশস্ত্র চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করে। এ সময় ইউপিডিএফের চাঁদাবাজরা সেনাটহলের উপস্থিত টের পেয়ে পার্শ্ববর্তী একটি টিলার ওপর থেকে আচমকা গুলিবর্ষণ শুরু করে। সেনাটহলে থাকা সেনাসদস্যরা এক পর্যায়ে পাল্টা গুলিবর্ষণ করে। গুলি বিনিময়ের ঘটনায় ঘটনাস্থলে ইউপিডিএফের দুইজন সশস্ত্র চাঁদাবাজ নিহত হয় এবং সন্ত্রাসীদের গুলিতে সেনা টহলের সৈনিক শাহাবুদ্দিন নামে একজন সদস্য বাম কাঁধে গুলিবিদ্ধ হন। সেনাসদস্যরা পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিসহ সন্ত্রাসীদের ব্যবহৃত একটি একে-২২ এসএমজি উদ্ধার করে। আহত সেনা সদস্যকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে রাতেই চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। এদিকে বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিহত দুজনের একজনকে নিজেদের দলের সদস্য ও অন্যজনকে সাধারণ জেলে দাবি করেছে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। ইউপিডিএফ নিহতদেরও পরিচয় প্রকাশ করেছে। নিহতরা হলেন- রাঙামাটির নানিয়ারচর উপজেলার আঝাছড়ি গ্রামের মনোরঞ্জন চাকমার ছেলে ইউপিডিএফ সদস্য আশাপূর্ণ চাকমা ওরফে রকেট (২৮) ও সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের ধামেইছড়া গ্রামের বাসিন্দা সুসেন মনি চাকমার ছেলে সম্ভু চাকমা (৩৫)। বিবৃতিতে ইউপিডিএফের রাঙামাটি ইউনিটের সংগঠক সচল চাকমা পুরো ঘটনাকে ‘নাটক’ দাবি করে বলেছেন, মঙ্গলবার বিকেলে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায় ইউপিডিএফের এক সদস্যসহ দুইজনকে পরিকল্পিতভাবে কথিত ‘গোলাগুলির’ নাটক সাজিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। বিবৃতিতে তিনি দাবি করেন, পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের লক্ষে ইউপিডিএফ যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা বানচাল করতেই আবারও ‘বিচারবহির্ভূত’ হত্যাকাণ্ডের আশ্রয় নেওয়া হয়েছে। রাঙামাটির নানিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার কামাল জানিয়েছেন, নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে আনা রয়েছে। রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এখনো কারো পরিবারের খোঁজ পাওয়া যায়নি।