বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
ডাস্টবিনে থু-থু ফেলে ধর্ষকদের ঘৃণা জানাল শিক্ষার্থী ও সাধারণ জনতা। বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের শহীদ রফিক চত্ত্বরে নিপীড়ন বিরোধী ছাত্র জোট এই কর্মসুচীর আয়োজন করে।
কর্মসুচিতে উপস্থিত ছিলেন,মানিকগঞ্জ নিপীড়ন বিরোধী ছাত্র জোটের আহবায়ক এম আর লিটন,সদস্য সচিব রাসেল আহম্মেদ,যুগ্ম আহবায়ক মো. জাগাঙ্গীর আলম,অনিকা হোসাইন,রোকনুজ্জামান রাসেল ও শাহিনুর রহমান,জাকির হোসেন রুবেল,মাহবুবুল আলম প্রমুখ।
তারা বলেন, ‘ধর্ষণ ও নিপীড়ন রোধে আইনের কঠোর প্রয়োগ যেমন প্রয়োজন,তেমনি সবার মধ্যে ধর্ষণ বিরোধী নৈতিক মুল্যবোধ গড়ে তুলতে হবে। দেশের বিচারহীনতার কারনে ধর্ষনের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ধর্ষণ নিপীড়ন সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে। ধর্ষকের শাস্তি মৃত্যদণ্ড আইনকে স্বাগত জানিয়ে সংগঠনটি জানান, এ আইন কাগজে কলমে সীমাবদ্ধ রাখলে হবে না। দলমত নির্বিশেষে এ আইনের যথাযথ প্রয়োগ করতে হবে।’