শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
শরীয়তপুরের জাজিরা উপজেলায় মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া। এ সময় সিডার চর, বাবুর চর, কলমির চর ও কাজিয়ার চর এলাকায় অভিযান চালিয়ে ৩১টি ইলিশ ধরা ট্রলার জব্দ করা হয়। এ ছাড়াও ৫০ হাজার মিটার জালসহ ২০ জনকে আটক করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস এবং আটককৃতদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে আটককৃত ৩১টি ট্রলার বিলাশপুর ইউনিয়নের শফি কাজীর মোড় এলাকায় চার জন গ্রাম পুলিশ ও স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়। গভীর রাতে পাহারারত গ্রাম পুলিশদের হাত-পা মুখ বেঁধে ট্রলারগুলো ছিনিয়ে নেয় শতাধিক দুর্বৃত্ত। এ ঘটনায় জাজিরা থানায় সরকারি কাজে বাঁধা দেওয়া ও জব্দকৃত নৌকা ছিনিয়ে নেওয়ার অপরাধে অজ্ঞাত শতাধিক আসামি করে একটি মামলা করা হয়েছে। এ বিষয় জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, ৩১টি নৌকা দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে। এ মর্মে একটি মামলা দায়ের করেছি। অভিযুক্তদের আটক করার জন্য জাজিরা থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।