শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন
ফেনী সদরের কাজীরবাগ ইউনিয়নের পূর্ব রুহিতিয়ায় পরিত্যক্ত টয়লেটের পেছন থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের নাম সালমান হোসেন শিপন (২৫)। তিনি ওই গ্রামের মৃত শহিদুল ইসলাম মনু মিয়ার ছেলে। না যায়, শিপন ঢাকায় স্যানিটারি মিস্ত্রি হিসেবে কাজ করতেন। শুক্রবার বাড়িতে আসেন শিপন। সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। ফেনী মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) ওমর হায়দার জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর দুহাতের রগ কাটা ছিল, এ ছাড়া বাঁ চোখ ছিল উপড়ানো। তাঁর পুরষাঙ্গেও আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ জানায়, সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করেছে। তাঁর মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।