শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাল্যবিয়ে ভাঙ্গতে ম্যাজিষ্ট্রেট গেলে বিয়ের আয়োজন হয়ে যায় দাদার কুলখানি।
ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামে। ঐ গ্রামে একটি বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান বাল্য বিয়ের সংবাদ পেয়ে কনের বাড়িতে গেলে পরিবারের লোকজন তাকে জানায়, আলোচিত কনের দাদার কুলখানির আয়োজন করা হয়েছে। পরে অবশ্য ঘটনার সত্যতা স্বীকার করে কনের পরিবারের লোকজন ১৮ বছর পূর্ণ না হলে বিয়ে দিবেনা বলে মুচলেকা প্রদান করেন।
কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান জানান, মান্দারপুর গ্রামের এক প্রবাসীর কন্যার বিয়ের দিন ধার্য ছিল রবিবার। কনে নবম শ্রেণির ছাত্রী হওয়ার বিষয়টি এক সংবাদকর্মীর মাধ্যমে খবর পেয়ে দুপুরে তিনি বিয়ে বাড়িতে গিয়ে হাজির হন। ঐ সময় কনের হাতে মেহেদি লাগানো দেখে বিষয়টি তিনি নিশ্চিত হন। তবে কণের পরিবারের লোকজন প্রথমে ম্যাজিষ্ট্রটকে বলেন, আজ কনের দাদার কুলখানি উপলক্ষে খাবার দাবারের আয়োজন করা হয়েছে।এমনিতেই স্কুল -কলেজে পড়ুয়া মেয়েরা আজকাল ফ্যাশন হিসেবে হাতে মেহেদি দিয়ে থাকে । কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিয়ে আয়োজনের বিষয়টি নিশ্চিত হয়ে যান নির্বাহী ম্যাজিষ্ট্রেট। তাই বাল্য বিয়ে না দেওয়ার জন্য কনের পরিবারের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্যরা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।