শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
ধর্ষণের দেড়মাসের মাথায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক গৃহবধূকে ফের ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় নবীন প্যাদা (৩৫) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
রবিবার রাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার সকালে রাঙ্গাবালী থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন ওই গৃহবধূ। পরে পুলিশ হেফাজতে থাকা অভিযুক্ত একমাত্র আসামি নবীনকে আদালতে প্রেরণ করা হয়। নবীন বাইলাবুনিয়া গ্রামের মৃত নুরু প্যাদার ছেলে।
স্থানীয়রা জানায়, ওই গৃহবধূর স্বামী ঢাকায় ট্রাকচালকের সহকারী হিসেবে কাজ করে। ছোট ছেলে মাদরাসায় থেকে লেখাপড়া করে আর বড় ছেলে বাড়িতে থাকে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, রবিবার রাত ১২টার দিকে পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে নবীন। জানা গেছে, ধর্ষণচেষ্টার সময় গৃহবধূ চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে নবীনকে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
এর আগে চলতি বছরের ২৪ আগস্ট ঘরের দরজা ভেঙে দুই সন্তানের এই জননীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে নবীনের বিরুদ্ধে। এ ঘটনায় পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ (পিটিশন কেস নম্বর ২৩০) করা হয়। অভিযোগটি তদন্তাধীন। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার রাতে ধর্ষণচেষ্টা চালানোর অভিযোগ ওঠে নবীনের বিরুদ্ধে। তবে স্থানীয়দের কেউ কেউ বলছেন, তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল।
রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ জানান, ধর্ষণচেষ্টার খবর পেয়ে তাৎক্ষণিক আসামিকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।
সুত্র মতবাদ