শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২ জনকে ৬০০০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১২ জনকে অর্থদণ্ড করা হয়।
বিশ্বস্ত সুত্রে জানা যায়, সরকারি নির্দেশনা মোতাবেক মা ইলিশ রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীতে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসানের নেতৃত্বে মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় পরিচালনা করা হয়।
এ সময় সরকারি আদেশ অমান্য করে ইলিশ মাছ ধরায় তিনটি মামলায় ১২ জনকে মৎস রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ মোতাবেক মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও উক্ত অভিযানে প্রায় ৫০০ মিটার জাল ও প্রায় ১৫ কেজি মা ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ মাছ সলিমগঞ্জ এর ২ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে ( শিক্ষার্থীদের জন্য) বিতরণ করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা, নবীনগর থানা এবং সলিমগঞ্জ নৌ পুলিশ ফাড়ির সদস্যগণ।এ সময় এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক দলের নেতা গন উপস্থিত ছিলেন।