শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় এক অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ২২ অক্টোবর দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার চান্দিয়ারা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত নূরে আলম (৩৫) সদর উপজেলার মোজাম্মেল মিয়া বলে জানা গেছে।
পুলিশ জানায়, দুপুরে দেড়টার দিকে সদর থানাধীন চান্দিয়ারা নামক স্থানে কুমিল্লা-সিলেট মহাসড়কে ঢাকাগামী তিশা বাস ব্যাটারি চালিত রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটো রিকশা চালক মৃত্যুবরণ করেন।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মরদেহ সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক বাসটি খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ আটক করেছেন।