বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
কিশোরগঞ্জের অষ্টগ্রামে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ হারিছ মিয়া (৩২) ও জাকির হোসেন (৩০) নামে দুই আসামিকে গ্রেফতার করেছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকালে উপজেলার আদমপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে ধর্ষণের ঘটনাটি ঘটে ৪ অক্টোবরে। গ্রেফতার হওয়া হারিছ মিয়া অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে এবং জাকির হোসেন একই গ্রামের আব্দুল মিয়ার ছেলে।
অষ্টগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফুর রহমান জানান, ৪ অক্টোবর রাত ১১টার দিকে ওই গৃহবধূ (২২) প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা হারিছ মিয়া ও জাকির হোসেন গৃহবধূকে জাপটে ধরে বাড়ির পাশের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় নিয়ে জোর করে পালাক্রমে ধর্ষণ করে।
এ ঘটনায় শনিবার (২৪ অক্টোবর) ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর একই দিন বিকেলে আসামিদের গ্রেফতার করা হয়।