শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
জুলফিকার আমিন,সোহেল বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় রাব্বি (১০) বছর নামের এক শিশুসহ ৩ জনকে হত্যা চেষ্টা মামলার আসামীরা জামিনে বেড়িয়ে এসে বাদীসহ পুরা পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিয়ে বেড়াচ্ছে। অসহায় আহত শিশুর মা আসমা বেগম পরিবারের নিরাপত্তা চেয়ে শনিবার রাতে একটি সাধারন ডায়রি করেছেন।
জানা যায়, উপজেলার ছোট শৌলা গ্রামের দিন মজুর আজমল হোসেন হাওলাদার সাথে একই বাড়ির মৃত্যু সৈইজদ্দিন হাওলাদারের পুত্র তোতাম্বরের জমিজমা নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে ১৯ অক্টোবর রাতে আজমলের বড় ভাই জালাল হাওলাদার ও তার মা ফাতেমা মঠবাড়িয়া যাবার পথে ওত পেতে থেকে প্রতিপক্ষ তোতাম্বর,জসিম ও জলিল হাওলাদারের দলবল তাদের ওপর এলোপাথারি মারধর করতে থাকে।
এদের ডাক চিৎকার শুনে আজমল,তার স্ত্রী ফাতেমা ও পুত্র রাব্বি ঘটনা স্থলে ছুটে এলে তাদের উপরও হামলা চালায়। এতে শিশু রাব্বি সহ ৪ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধর করে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় আজমলের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে ৭ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
পুলিশ এজাহার ভুক্ত আসামী জসিমকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করে। মামলার অন্য ৬ আসামী ২১ অক্টোবর জামিনে বেড়িয়ে এসে বাদী সহ পুরা পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে।
তদন্ত কারী কর্মকর্তা এস আই আবুল বাসার জানান, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।