সুমন খান,বিশেষ প্রতিনিধি
পিরোজপুর নেছারাবাদ স্বরূপকাঠি উপজেলা সহ পৌর এলাকায় ,শারদীয় দুগোৎসর্ব উপলক্ষে জলাবাড়ি সনাতন ধর্মাবলস্বীদের সাথে ।পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তি যোদ্ধা জনাব একে এম আউয়াল মহাদয়ের পক্ষ থেকে জলাবাড়ী ইউনিয়নে বিভিন্ন মন্দিরে ঘুরে ঘুরে শারদীয় সুভেচ্ছা জানিয়েছেন যুবলীগের সাধারন সম্পাদক শান্ত মজুমদার চন্দন।
গতকাল শনিবার বীজয়া অষ্টমির দিন বিকেল ইউনিয়নের সবগুলো মন্ডপে জান এবং পুজারিবৃন্দের সাথে শুভেচ্ছা ও বিনিময় করেন এবং তার ব্যাক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন।এ সময় জলাবাড়ী ইউনিয়নের ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী সহ সাধারন জনগনের নিয়ে শতাধিক মটরবাইক নিয়ে পুরো জলাবাড়ী ইউনিয়ন শোভাযাত্র করেন। এবং স্বরূপকাঠি পৌর উপজেলা শোভাযাত্রা শুরু করে জলাবাড়ী উদ্দেশ্যে ।
এ সময় শান্ত মজুমদার বলেন,পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তি যোদ্ধা জনাব একে এম আউয়াল মহদয়ের পক্ষ থেকে সকল কে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি।আমি জনগনের সেবক হয়ে সুখ দুঃখে তাদের পাশে থাকতে চাই সব সময়। আমি ছোট বেলা থেকে আওয়ামীলীগের রাজনীতি করি আর দল যদি আমাকে নমিনেশন দেয় তাহলে জনগন কে সাথে নিয়ে আসন্ন জলাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচন করবো। শন্ত মজুমদার আরো বলেন, আমি গত মাসেও ব্যাক্তিগদ উদ্যোগে ৪টি কাঠেরপুল সংস্কার করে দিয়েছি। এবং মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছি ।আমার কাছে কোন কিছু আবদার করলে আমি রাখার চেষ্টা করি এবং রাখবো আগামীতে ইউনিয়নের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। সবার কাছে আশীর্বাদ ও ভালোবাসা চাই।