শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আরেকটি স্বৈরাচারী শেখ হাসিনা সরকার জন্ম নিবে ভাণ্ডারিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য, স্বামী পলাতক বিএনপি সবসময়ই ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে -মাহমুদ হোসেন পিরোজপুর শিক্ষককে হাতুড়িপেটা, বিএনপি নেতা গ্রেপ্তার কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন নেছারাবাদে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লোহার পুল ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী ও শ্বশুর আটক পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা কাউখালীতে মন্ডপগুলোতে চলছে দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান নেছারাবাদে ২৬ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ভান্ডারিয়ায় ঋণের বোঝা মাথায় নিয়ে নদীতে জাল ফেলছে জেলেরা! মিলছে না কাঙ্খিত ইলিশ পিরোজপুর ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর কমিটি গঠন: সোহাগ সভাপতি, মিঠু সম্পাদক কাউখালীতে অপহরণের তিন মাস পর সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী উদ্ধার কাউখালীতে জেলের মরদেহ উদ্ধার ইউনিয়ন বিএনপির সেক্রেটারীকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসায় আলিম শ্রেণীর প্রথম ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
নির্বাচনের আগ মুহূর্তে করোনায় বেসামাল আমেরিকা

নির্বাচনের আগ মুহূর্তে করোনায় বেসামাল আমেরিকা

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের বাকি আর মাত্র তিন দিন। এমন সময় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই রাষ্ট্রে আবারও হু হু করে বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টা) আমেরিকায় ৯৪ হাজার ১২৫ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে, যা একদিনের হিসেবে সর্বোচ্চ।
একদিনের শনাক্তে আগের রেকর্ডটি ছিল বৃহস্পতিবার, ৯১ হাজারের বেশি। ৯৪ হাজারের বেশি নতুন শনাক্ত নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯০ লাখ।

অবশ্য ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, আমেরিকায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৯৩ লাখ ১৬ হাজার। আক্রান্তের বৈশ্বিক তালিকায় অনেক আগে থেকেই শীর্ষে আছে দেশটি।

আক্রান্তদের মধ্যে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে প্রায় দেড় হাজার মানুষের। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার। ওয়ার্ল্ডওমিটারের হিসেব মতে, দেশটিতে মৃতের সংখ্যা ২ লাখ ৩৫ হাজার। শনাক্তের মতো বৈশ্বিক মৃত্যুর তালিকায়ও অনেক আগে থেকে শীর্ষে আমেরিকা।

দেশটিতে দ্বিতীয় ধাপের সংক্রমণ বেশি ছড়াচ্ছে মধ্য-পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে। যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের দিন যত কাছে চলে আসছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও।

করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতা নির্বাচনের প্রচারণায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে দুর্বল পয়েন্ট হিসেবে বারবার আঘাত করছে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।

এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৫৮ লাখ। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১১ লাখ ৯৩ হাজার।

তবে প্রেসিডেন্ট নির্বাচনের শেষমুহূর্তে এভাবে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে শুরু করায় দুই পক্ষের কাছেই প্রচারণার প্রধান বাধা হয়ে দাড়াচ্ছে সেটি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই করোনাভাইরাসকে হেলাফেলা করেছেন। পরে নিজেই আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সংক্রমণ ছড়িয়ে পড়েছে হোয়াইট হাউসে তার সহকর্মীদের মধ্যেও।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana