শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কিশোর কিশোরীর স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার ২৯ অক্টোবর সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্হানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে উপজেলা পরিষদ কর্তৃক অায়োজিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগামী কিশোর কিশোরীর স্বাস্থ্য ও বয়ঃসন্ধিকাল সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিকরণ বিষয়ক আলোচনা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহি অফিসার জনাব কে, এম, ইয়াসির আরাফাত।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অাধুনিক বিজয়নগর গড়তে এই উপজেলার কিশোর কিশোরীরদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো খুবই গুরুত্বপূর্ণ। উক্ত প্রশিক্ষণের মাধ্যমে কিশোর কিশোরীদের স্বাস্থ্য ও বয়ঃসন্ধিকালিন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
উক্ত প্রশিক্ষণে শিশু স্বাস্থ্যবিশারদরা রিসোর্স পারসন হিসেবে অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাসুম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ অাল মামুন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক বৃন্দ ও প্রশিক্ষণার্থী ছাত্র-ছাত্রী বৃন্দ।