শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
গত কয়েকদিন ধরেই ফ্রান্সকে বয়কটের ডাক দিয়ে যাচ্ছে মডেল ও অভিনেত্রী সাবিলা নূরের একটি ফেসবুক পেইজ। যার অনুসারী সংখ্যা ১৫ লাখের ওপরে। যা আসলেই সাবিলা নূরের নাম দিয়ে খোলা হলেও এটি ‘ফেইক’ পেইজ। এর নিয়ন্ত্রণ সাবিলা নূরের হাতে নেই। বিষয়টি কালের কণ্ঠকে সাবিলা নূর নিজেই নিশ্চিত করে বলেন, ‘কোয়ারেন্টিন সময় থেকে খেয়াল করছি এই ফেইক পেইজটি ক্রমেই বর্ধিত হচ্ছে, এটি নিয়ে আমি বেশ চিন্তিত।’ এই পেইজে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে এর অনুসারী বর্ধিত করা হচ্ছে বলে মনে করছেন অনেকে। যেমন ফ্রান্সের ঘটনাকে কেন্দ্র করে অনেকগুলো পোস্ট দিয়ে বলা হচ্ছে- ‘এই পোস্ট যাদের চোখেই পড়বে কমপক্ষে ১০ টা হ্যাশট্যাগ না দিয়ে যাবেন না!’ সাধারণ নেটিজেনরা সেখানে মন্তব্য করছে। ফলে পেজের আকার বর্ধিত হচ্ছে। সাবিলা নূর বলেন, পেইজে অনেক সাংঘর্ষিক বিষয় পোস্ট করা হচ্ছে, যেমন আমার ব্যক্তিগত ছবি, আমার পারিবারিক ছবি ব্যবহার করা হচ্ছে। এই পেইজ আমার না অথচ আমার নাম ব্যবহার করে সাধারণের আবেগকে ব্যবহার করা হচ্ছে। নিশ্চই বাণিজ্যিক বা অসৎ কোনো উদ্দেশ্য রয়েছে। কোনো সৎ মানুষ ভুয়া নামে বা অন্যের নাম ব্যবহার করে আড়াল থেকে এসব কাজ করতে পারে না। আমি শিগগির ব্যবস্থা নেবো। জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘আমার একটা ভেরিফায়েড পেইজ ছিল সেটা হ্যাক হয়ে যাওয়ার পর খুব বিপদে পড়েছি। মানুষ বিব্রত হচ্ছে। আমার বর্তমান পেইজের অনুসারী ১৭ লাখের মতো। এটাই আমার একমাত্র পেইজ।’ তিনি অন্য কোনো পেইজকে সাবিলা নূরের পেইজ ভেবে বিভ্রান্ত না হবার আহবান জানান। ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদকে (স.) অপমানের প্রতিবাদের উত্তাল পুরো বিশ্বের মুসলিমরা। তার প্রেক্ষাপটে ফরাসি পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি আরব বাণিজ্য সমিতি। বাংলাদেশও সাড়া দিয়েছে সেই ডাকে। বিশ্বের অনেক মুসলিম তারকারাও ফরাসি পণ্য বর্জন করে অন্যদের উৎসাহিত করেছেন। তার ধারাবাহিকতায় শনিবার (৩১ অক্টোবর) ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয়ে নায়িকা নুসরাত ফারিয়া মাজহার। তবে এমন সুযোগ নিয়ে কিছু পেইজ তারকাদের নাম ব্যবহার করে নিজেদের বাণিজ্যিক উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে বলে বেশ ক’জন শোবিজ তারকা জানিয়েছেন।