শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যানবাহনের চালক নিহত হয়েছেন। গতকাল রবিবার (১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই চালকের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন দুর্ঘটনাকবলিত আলু পরিবহনকারী ট্রাকের চালক জামিরুল ইসলাম (৩০)। রাজশাহীর বাঘা থানার বাউশা গ্রামের লালচাঁন মিয়ার ছেলে তিনি। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনব্বী বলেন, ঢাকা থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীতমুখী পাবনা থেকে ঢাকাগামী আলুভর্তি অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুই যানবাহনের চালক। ওসি আরো বলেন, মরদেহ দুটি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে ঘণ্টাব্যাপী যানচলাচল ব্যাহত হয়। দুই ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত যান দুটি অপসারণের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।