শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুদিন ধরে বলে আসছিলেন নির্বাচনের আগেই করোনার টিকা প্রস্তুত থাকবে। কিন্তু ভোটের আগের দিন এসেও করোনার টিকা প্রস্তুত থাকা তো দূরের কথা, কবে নাগাদ তা পাওয়া যাবে, সেটাই নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার নিয়ে আশাব্যঞ্জক কথা ছিল ট্রাম্পের আরেকটি অনিশ্চিত প্রতিশ্রুতি। এমনকি ড. অ্যান্থনি ফাউসি পর্যন্ত বলছেন, ভোটের দিনের আগে করোনার টিকা সরবরাহে ব্যর্থতা প্রত্যাশিত ছিল। অথচ এর আগে ট্রাম্প বলেছেন, আমরা দ্রুতই টিকা পেতে যাচ্ছি। হয়তো সেই বিশেষ দিনের আগেই পেয়ে যাবো। আপনারা জানেন কোন দিনের কথা বলছি। এদিকে আগামিকাল ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে টিকা সরবরাহে ব্যর্থতার জন্য নিজের প্রশাসনের অনেক স্বাস্থ্য কর্মকর্তাকে দায়ী করছেন ট্রাম্প। বিশেষ করে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এবং সিডিসি পরিচালককে তিনি দোষ দিচ্ছেন। প্রতিশ্রুতি মোতাবেক ট্রাম্প টিকা তো জনগণকে দিতে পারছেনই না, উল্টো তার নির্বাচনী প্রচারণার ১৮ সভায় অন্তত ৩০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে সাত শতাধিক মানুষ মারা গেছে।