শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
জুলফিকার,বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার রাতে চার সন্তানের জননী সেলিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর উপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে প্রতিপক্ষ শাহিন মৃধা ও তার মা-বোন।
আহত গৃহবধূকে স্থানীয়রা উদ্ধার করে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে ওই গৃহবধূর অবস্থার অবনতি ঘটলে আজ মঙ্গলবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
প্রতিপক্ষ শাহিন উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের আঃ হকের পুত্র। আহত গৃহবধূর ভাসুর আলতাফ হোসেন জানান, শাহিনের বড় ভাই লিটনের স্ত্রী ছালমা প্রায়ই সেলিনার বসত ঘরে টিভি দেখতে আসে। সোমবার সন্ধ্যায় ছালমা ওই গৃহবধূর ঘরে পুনরায় টিভি দেখতে যায়। এসময় চার সন্তানের জননী সেলিনা লিটনের স্ত্রীকে কু-পরামর্শ দেয় বলে অপবাদ দিয়ে শাহিন মৃধা ও তার বোন মারুফা এবং মা জাহানারা বেগম সেলিনার উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।