শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে স্বাগতিক পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অধিনায়ক বাবর আজমের অসাধারণ ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
শনিবার রাওয়ালপিন্ডিতে টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ওয়েসলি মাধেবেরে ৪৮ বলে অপরাজিত ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। তার ইনিয়সে ছিল নয়টি চার ও একটি ছক্কা। এছাড়া শন উইলিয়ামস করেন ২৫ রান।
জবাবে বাবর আজমের ৮২ রানের কল্যাণে ৭ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে যায় পাকিস্তান। ৫৫ বলের ইনিংসে বাবর মেরেছেন ৯টি চার ও ১ টি ছক্কা। ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছেন পাকিস্তান অধিনায়ক।
রাওয়ালপিন্ডিতেই দ্বিতীয় ম্যাচে আজ আবারো মুখোমখি হবে দুদল।