শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন
বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ভক্ত ছড়িয়ে আছে সারা পৃথিবী জুড়ে। সুযোগ পেলেই মেসির প্রতি তাদের ভালোবাসার বহি:প্রকাশ ঘটিয়ে থাকেন তারা। এবার এক সমর্থক মেসিকে কাছে পেয়ে বলে বসলেন, “মেসি, আমি তোমাকে আমার বাবার চেয়ে বেশি ভালোবাসি।” ভক্তের মুখে এমন কথা শুনে চমকে গেছেন মেসিও! রিয়াল বেটিসের বিপক্ষে দুর্দান্ত এক জয়ের পর ক্যাম্প ন্যু ছাড়তে পার্কিংয়ে নিজের গাড়িতে উঠে রওনা দেওয়ার সময় মেসিকে ঘিরে ধরে সমর্থকরা। ভক্তরা নানাভাবে প্রশংসা করছিলেন মেসির। তিনিও হাত নাড়িয়ে জবাব দিচ্ছিলেন। চোখের সামনে মেসিকে দেখতে পেয়ে আবেগ সামলে রাখতে পারেননি এক সমর্থক। বলে উঠেন, “মেসি, আমি তোমাকে আমার বাবার চেয়েও বেশি ভালোবাসি।” মুহূর্তেই হেসে ওঠেন আর্জেন্টাইন জাদুকর। চলতি মৌসুমই বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন মেসি। এরপর নানা নাটকীয়তার থেকে যান বার্সাতেই। তবে সমর্থকরা তাকে ঠিকই সমর্থন দিয়ে যাচ্ছেন। মেসিও দিয়ে চলেছেন ভালোবাসার প্রতিদান। সর্বশেষ ম্যাচে বেটিসের বিপক্ষে বদলি নেমে জোড়া গোল করে দলকে এনে দিয়েছেন বড় জয়।