শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
সংগঠনের শৃঙ্খলা বিরোধী অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মনির ঠাকুরকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম।
এর আগে একই অভিযোগে মাছিহাতা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহনূর ভূইয়া শাহীনকে যুবলীগ থেকে অব্যাহতি প্রদান করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগ।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম জানান, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে ঘটনার পরদিনই মনির ঠাকুরকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
উলেখ্য যে, গত ২৯ অক্টোবর রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শরিয়তনগরে অবস্থিত আর জে টাওয়ার হোটেল এন্ড রিসোর্ট থেকে বিদেশি মদ ও বিয়ারসহ আ’লীগ- যুবলীগ নেতাসহ ২২জনকে আটক করে র্যাব।
আটককৃতদের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মনির ঠাকুরও ছিলেন।
এই ঘটনায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়৷ মামলার পর মনির ঠাকুরসহ ২২জনকে জেলা কারাগারে পাঠায় আদালত।
মামলার এজাহারে বলা হয়, মনির ঠাকুর সহ ২২জনকে আশুগঞ্জের আর,জে, টাওয়ারে মাদক ক্রয়-বিক্রয় করা কালে র্যাব তাদেরকে আটক করে। আটক করার পর মনির ঠাকুর সহ ৭জনের কাছে ৭২ ক্যান বিয়ার ও মনির ঠাকুরের পকেটে মাদক ক্রয়ের ৩০ হাজার টাকা পাওয়া যায়। শনিবার (৩১ অক্টোবর) আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। পরে তাদেরকে রিমান্ডে নিতে আবেদন করলে আদালত তাদেরকে জেল গেইটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।