শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এবারের আইপিএলে চরম ব্যর্থ হয়েছে চেন্নাই সুপার কিংস। ধোনির নিজের পারফর্মেন্সেও ছিল করুণ। আগামী আসরেও নাকি তাকেই অধিনায়ক রাখবে চেন্নাই। তবে ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া মনে করছেন, ২০২১ সালের আইপিএলের জন্য নিলাম হলে চেন্নাই সুপার কিংসের উচিত হবে মহেন্দ্র সিংহ ধোনিকে রিটেইন না করা। আকাশ চোপড়ার মতে, চেন্নাই যদি ধোনিকে রেখে দেয় তা হলে ধোনির জন্য ১৫ কোটি রুপি খরচ হবে ফ্র্যাঞ্চাইজির। এই কারণে ৩ বারের চ্যাম্পিয়ন দলের জন্য আকাশ চোপড়ার পরামর্শ, ধোনিকে ছেড়ে দেওয়া হোক। যখন নিলামে কোনো দল বিশ্বজয়ী অধিনায়ককে কেনার জন্য দর হাঁকাবে, তখন রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ফের চেন্নাইয়ে নেওয়া যেতে পারে। চেন্নাইয়ের জন্য নিলাম খুবই জরুরি। কারণ দলে খুব বেশি ক্রিকেটার নেই যাদের রিটেইন করা যাবে। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, নিলাম হলে ধোনিকে ছেড়ে দেওয়া উচিত চেন্নাইয়ের। ধোনিকে দলে রাখা উচিত নয়, এ কথা আমি বলছি না। কারণ ধোনি আগামী আইপিএলে খেলবে। রিটেইন করা হলে ধোনির জন্য ১৫ কোটি রুপি খরচ করতে হবে চেন্নাইকে। চেন্নাই সুপার কিংসের এখন দরকার এমন একজন ক্রিকেটার যে তিন বছর খেলবেন। ধোনি কি তিন বছর খেলবে হলুদ জার্সিতে?’