শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
আলোর উৎসব শুরু হওয়ার আগেই তৈমুরকে নিয়ে হিমাচল প্রদেশে পাড়ি দেন কারিনা কাপুর খান। হিমাচলের ধরমশালায় সাইফ বর্তমানে ভূত পুলিশের শুটিং করছেন। দীপাবলি যাতে সাইফকে ছাড়া কাটাতে না হয়, তার জন্যই আগেভাগে হিমাচলে পাড়ি দেন বেবো। কারিনা এবং তৈমুর ধরমশালায় পৌঁছার পর, দীপাবলির উৎসব পরিবারের সঙ্গে একান্তে কাটাচ্ছেন সাইফ আলী খান। ধরমশালায় থাকাকালীন কারিনা এবং টিমকে নিয়ে স্থানীয় রাস্তায় হাঁটতে বের হন সাইফ। সেখানেই পাপারাজিকে দেখে চেঁচিয়ে ওঠে তৈমুর। ছুটি কাটাতে গিয়ে কোনোভাবেই যাতে তাঁদের ছবি লেন্সবন্দি করা হয়, তার জন্যই ক্যামেরা দেখে চিৎকার শুরু করে তৈমুর। সইফ, কারিনা, তৈমুরের সঙ্গে ওই ভিডিওতে অর্জুন কাপুরকেও দেখা যায়। ছিলেন অর্জুনের বিশেষ বান্ধবী মালাইকা অরোরাও।