শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
মীর জিয়া,পিরোজপুর প্রতিনিধি
কাউখালীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় আবাসন বরাদ্দকৃত অস্বচ্ছল মুক্তিযোদ্ধার চেয়ে অপেক্ষাকৃত স্বচ্ছল মুক্তিযোদ্ধাদের অন্তর্ভূক্ত করা হয় বলে আপীল করেন।
উপজেলার উজিয়ালখান গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুস সত্তারের পুত্র মোঃ মাসুদ রানা জেলা প্রশাসক বরবারে আপীল করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তালিকায় ৪জন আবাসন সুবিধাভোগী মু্িক্তযোদ্ধার চেয়ে তার প্রায়াত পিতা কমরেড আব্দুস সত্তারের পরিবার অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে অন্যতম। তিনি ৯.১১.২০২০ ইং তারিখ পিরোজপুর জেলা প্রশাসক বরাবরে ৪জন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আপীল করেন। তারা হলেন হোগলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক, সোনাকুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, পূর্ব আমরাজুড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মোফাজ্জেল হোসেন তালুকদার এবং চিরাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক। বিষয়টি জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার সমাজসেবা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব প্রদান করেন। উপজেলা সমাজসেবা অফিসার মহসিন কবির গত ১৭ নভেম্বর নোটিশ প্রদান করেন। ১৮ নভেম্বর উভয়পক্ষকে তার কার্যালয়ে তদন্তের জন্য উপস্থিত থাকার নির্দেশ প্রদান করেন। এব্যাপারে উপজেলা সমাজসেবা অফিসার মহসিন কবির জানান, যাদের বিরুদ্ধে আপীল করা হয়েছে, তাদের প্রত্যেকের বাড়ি গিয়ে সরেজমিন তদন্তপূর্বক প্রতিবেদন প্রদান করা হবে।