শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুবায়ের আল মাহমুদ (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মোরেলগঞ্জ নতুন থানা ভবনের অদূরে আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হত জুবায়ের পঞ্চকরণ ইউনিয়নের পাঁচগাও গ্রামের হোমিও চিকিৎসক বেলায়েত হোসেন তালুকদারের ছেলে। সে বাগেরহাট সরকারি পিসি কলেজে একাদশ শ্রেণির ছাত্র ছিল। প্রতক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় গুরুতর আহত জুবায়েরকে স্থানীয় আরএম হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।