শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
জিয়াদুল হক,কাউখালী প্রতিনিধি
কাউখালীর কচা নদীতে বেকুটিয়া ফেরী গতকাল রবিবার দুপুর ১২ থেকে কচুরীপানায় আটকে গিয়ে ফেরী চলাচল বন্ধ রয়েছে। ফলে দুরদূরান্তের যাত্রীরা চরম দূর্ভোগের মধ্যে পড়েছে। দূর দুরান্তের যাত্রীরা যে যেভাবে পারছে সেইভাবে গন্তব্যে পৌছার চেষ্টা করছে। অন্যদিকে কিছু যানবাহন ১৫-২০ কিলোমিটার ঘুরে ভান্ডারিয়া চরখালী ফেরী পারাপার হয়ে খুলনা, বেনাপোল, যশোর চলাচল করছে। এই ফেরী পার হয়ে ঢাকা, খুলনা, যশোর, বেনাপোল, চুয়াডাঙ্গা, দিনাজপুর সহ ৮-১০ টি রুটের বাস চলাচল করে। এ এলাকার যাত্রীরা এখন গন্তব্য পৌঁছা নিয়ে শংকায় রয়েছে। জানা গেছে, কচা নদীতে নির্মানাধীন বেকুটিয়া ব্রীজে পিলারে কচুরীপানা আটকে যাওয়ায় ফেরী পার হতে পারছে না। নির্মানাধীন ব্রীজ থেকে প্রায় ১ কিলোমিটার পর্যন্ত কচুরীপানায় আটকে যাওয়া নৌযান চলাচলে বিঘœতার সুষ্টি হয়েছে। ফেরীর দুইপারে শত শত বাস ও পন্যবাহী ট্রাক পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে। ফেরীঘাট সূত্রে জানা যায়, সন্ধ্যায় জোয়ার এলে কচুরীপানা হালকা হলে ফেরী চলাচল শুরু করবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে।